হটস্টার (hotstar) থেকে ডাউনলোড করার পদ্ধতি


shahadat154.blogspot.com: 

হটস্টার (hotstar) থেকে ডাউনলোড করার পদ্ধতি: 


১. প্রথমে এই সফটওয়্যারটি (hotstar Downloader v 1.0 by TechnOrange.com.exe) ডাউলোড ও ইনস্টল করুন।

২. সফটওয়্যার টি ইনস্টল হওয়ার পর এটি রান করলে একটি উইন্ডোটি চালু হবে। যেখানে লেখা আছে “paste the link:” নিচের স্ক্রিনশট এর মত: 

৩. এবার আপনি যে মুভি বা সিরিয়ালটি ডাউনলোড করতে চান সেটির লিঙ্কটি কপি করে নিন এবং paste the link: এর পাশে পেস্ট করুন।

৪. পেস্ট করার পর এন্টার দিলে ভিডিও'র সাইজ দিতে বলবে। তখন পছন্দমত 720p এর পাশে 234p/360/404p/720p/900p/1080p সাইজ দিতে হবে। নিচের ছবি:


৫. সাইজ দেওয়ার পর এন্টার দিলে d/p দেখাবে। d'তে ডাউনলোড এবং p'তে প্লে। যেহেতু ডাউনলোড করবেন তাই d দিন এবং এন্টার দিন। কাজ শেষ। ডাউনলোড শুরু হবে। উল্লেখ্য, p দিয়ে এন্টার দিলে আপনার কম্পিউটারে থাকা যেকোন মিডিয়া প্লেয়ারে ওই প্রোগ্রামটি চালু হবে।

ডাউনলোড করা ভিডিও ফাইলটি উইন্ডোজ ড্রাইভের(সি) hotstardownloader ফোল্ডারের ভিতরে ''Videos'' ফোল্ডারে পাওয়া যাবে।

2 comments:

  1. আপনার দেওয়া পদ্ধতি মোতাবেক কাজ করলাম কিন্ত হইল না তো ভাই। জানিনা কেমন-------?

    ReplyDelete

Pages